পুলিশের বিশেষ শাখায় বড় রদবদল

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন স্বাক্ষরিত চারটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদলের কথা জানানো হয়।

এর মধ্যে অফিস আদেশ ১১০৮/২০২৪ এর মাধ্যমে স্কুল অব ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট সরদার তমিজউদ্দিন আহমেদকে এসবির ভারপ্রাপ্ত ডিআইজি (ট্রেনিং এন্ড রিসার্চ), অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ডিআইজি (পলিটিক্যাল উইং), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারী) মো. মুশেফেকুর রহমানকে ভারপ্রাপ্ত ডিআইজি (সিটি এসবি), ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), ডিআইজি (পলিটিক্যাল উইং) এ জেড এম নাফিউল ইসলামকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১), ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগমকে ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) ও ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) মো. মনিরুজ্জামানকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১) হিসেবে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *