কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় মর্মাহত শাকিব–চঞ্চলরা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে সংঘর্ষের ঘটনাও। ঘটেছে হতাহতের ঘটনাও। এই আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার অন্য তারকাদের সঙ্গে যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানও। চলমান আন্দোলনে সহিংসতায় আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ‘তুফান’হিরো বলেছেন, ‘আমার প্রাণের বাংলাদশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’
শাকিব আরও লিখেছেন, ‘আপনারা যাঁরা অভিভাবক পর্যায়ে আছেন, তাঁদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

শুধু শাকিব খানই নয়, ‘আয়নাবাজি’র অভিনেতা চঞ্চল চৌধুরীও আবেগঘন এক বার্তা দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, পেশাগত কাজে প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি…হয়েছি শোকাহত!’

অভিনেতার প্রশ্ন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না?

কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, ‘যা ঘটে গেল, এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক ও সভ্যতাবহির্ভূত।’

রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *