দেশ আগে নাকি বাবর আজম আগে প্রশ্ন বাসিত আলীর

নিজেদের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দলটির সমর্থকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেই স্বপ্নে এখন বড় ধাক্কা খেয়েছে সমর্থকরা। আর এর জন্য দায়ী করা হচ্ছে বাবর আজমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ৯০ বলে ৬৪ রানের ধীর গতির ইনিংসটিই পাকিস্তানের হারের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও দায়টা চাপিয়েছেন বাবরের কাঁধেই।

প্রথম ম্যাচে ৬০ রানে হেরে যাওয়ায় সেমিতে যেতে শেষ দুই ম্যাচ ভারত ও বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। কঠিন এই সমীকরণ নিয়ে মাঠে নামার আগে বাবরের ব্যাটিংয়ের কঠোর সমালোচনা করেছেন বাসিত। বাবরকে সমালোচনা করার কারণে পাকিস্তানে তাকে বিশ্বাসঘাতক হিসেবে ডাকা হয় বলেও জানিয়েছেন তিনি। তবে সেটা যে সত্য নয় বরং বাবরই দেশের জন্য না খেলে নিজের জন্য খেলছেন, অভিযোগ তার।

বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনা করে বাসিত বলেন, ‘বাবর আজম ৮১ বলে ফিফটি পূর্ণ করেছেন এবং ৯০ বলে ৬৪ রান করেছেন। সে কি কেবল তার মাইলস্টোনের জন্য খেলছিল। তার কি দেশের হয়ে খেলা উচিত ছিল না? দেশ আগে নাকি বাবর আজম আগে, কেউ কি তাকে জিজ্ঞেস করবে?’

বাসিত আরও বলেন, ‘আপনি মাত্র পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। বাবর আজমের চেয়ে সালমান আলি আগা বেশি জেতার অভিপ্রায় দেখিয়েছেন। অথচ, বাবর আজমের সমালোচনা করার জন্য আমি বিশ্বাসঘাতক।’

বাবর আজমের সমালোচনা করেছেন শোয়েব আখতারও। তিনি বলেন, ‘বাবর আজম যে পণ্য হয়ে উঠেছেন, সেটা দৃশ্যমান; এটা নিয়ে আমি কী বিতর্ক করতে পারি? আপনারা এটা দেখেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। উন্নতি করার কোনো উদ্দেশ্য নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *