পথ ভোলা টাইগারদের নিয়ে অধিনায়কের আক্ষেপ

চারদিনও টিকল না বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে অঙ্ক অবশ্য পাল্টে যেত। কিন্তু অমন ম্যাচে একেবারে ছন্নহীন টাইগাররা। ব্যাটিংয়ে সেই হতশ্রী পারফর্ম, বোলিংয়ে ছন্নছাড়া, ফিল্ডিংয়েও খাপছাড়া—ফলে আরেকটি হার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুঁজছেন উত্তরণের পথ। এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার উপায় খুঁজছেন টাইাগার অধিনায়ক।

গতকাল রাওয়ালপিন্ডিতে কিউইদের বিপক্ষে টপ অর্ডার রান পেলেও বাংলাদেশকে ডুবিয়েছে মিডল অর্ডার। অধিনায়ক শান্ত পান ফিফটি, শেষ দিকে জাকের আলী টানেন দলকে। তবে ২৩৬ রানের পুঁজি যথেষ্ট ছিল না। রাচিন রবিন্দ্রার সেঞ্চুরিতে সহজেই লক্ষ্য পেরোয় নিউজিল্যান্ড। তাতে শান্তদের ট্রফির স্বপ্নও সূচনাতেই থামে।

অধিনায়ক শান্তও এবার বিরক্ত। টাইগার ব্যাটারের চাওয়া আইসিসি ট্রফি বা বিদেশে সিরিজগুলোতে জয় পাওয়া, অন্তত এলোমেলো ক্রিকেট যেন না খেলেন, তা নিশ্চিত করা। গতকাল ম্যাচ হেরে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

দুবাইয়ে ভারত ম্যাচের মুখ থুবড়ে পড়ার পর ব্ল্যাক ক্যাপসদের কাছেও পর্যদুস্ত হয়েছে টাইগাররা। শান্ত সেদিকেই নজর দিয়েছেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং-ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’

শান্তদের ট্রফির মিশন শুরুতেই থেমেছে। আপাতত টাইগারদের লক্ষ্য অন্তত খালি হাতে না ফেরা। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়া পাকিস্তানের বিপক্ষে, খেলাটি বসবে রাওয়ালপিন্ডিতে। ওই ম্যাচটিতে দুর্দান্ত জয় তুলে দেখিয়ে দিতে চান শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *