রোহিত-কোহলিদের বিষয়ে গম্ভীরকে কঠোর হতে বললেন কুম্বলে

সম্প্রতি ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। রানের দেখা পেতে কদিন আগে ঘরোয়া ক্রিকেটেও ফিরতে হয়েছে তাদের। এই অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এই দুই তারকার ভবিষ্যৎ নিয়ে। সেটা অবশ্য অনেকটা নির্ভর করছে তাদের ওপরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নটাও দেখতে পারেন তারা।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা সেই অর্থে ভালো হয়নি এই দুই ক্রিকেটারের। কোহলি তো ধীর গতির ব্যাট করে সমালোচিতও হচ্ছেন। যে কারণে এখনই এই দুই ক্রিকেটারসহ দলের সিনিয়র ক্রিকেটারদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ সাবেক কিংবদন্তি ও কোচ অনিল কুম্বলের। বর্তমান কোচ গম্ভীরকে দলের সিনিয়র ক্রিকেটারদের বিষয়ে কঠোর হতে বলছেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় অনিল কুম্বলে বলেন, ‘এই টুর্নামেন্ট কোচের (গম্ভীর) জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গায় নতুনদের স্থানান্তর করতে হবে। কিন্তু এটাই কোচের কাজ, তাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গুরুত্ব বিবেচনা করে গম্ভীরকে এই টুর্নামেন্টের পর ভাবতে হবে ‘‘লিগ্যাসি প্লেয়ারদের’’ ভবিষ্যৎ নিয়ে।’

রোহিত-কোহলিদের ভবিষ্যৎ কিসের ওপর নির্ভর করছে সেটাও জানিয়েছেন কুম্বলে, ‘এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করবে যে সিনিয়ররা কতদিন দলে থাকবেন, আর ভারত কীভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। জয় বা পরাজয় যাই হোক, কঠিন সিদ্ধান্ত দ্রুত নিতে হবে।’

এখনও ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে কঠোর হওয়ার পরামর্শ কুম্বলের। বলেন, ‘সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করা দরকার। যেকোনো বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে আপনার এমন একটি স্কোয়াড লাগবে, যারা কমপক্ষে ২০-২৫টি ম্যাচ একসঙ্গে খেলেছে। তাতেই ম্যাচ পরিস্থিতির স্বাভাবিক বোঝাপড়া তৈরি হয় এবং বোঝা যায় কাকে কার ওপর নির্ভর করা যায়। সিনিয়ররা কি সেখানে জায়গা পাবে নাকি আমরা তরুণদের সুযোগ দেবো?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *