চ্যাম্পিয়ন্স ট্রফি ‘বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা’

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের কঠিন পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী নির্বাচক বলেছেন, বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব কঠিন হবে।

এই গ্রুপটা খুব শক্তিশালী। দল একটু ফর্মহীনতায় ভুগছে। প্রস্তুতি ম্যাচটাও আমাদের তেমন সাহায্য করেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো কিছু করতে হলে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স করতে হবে।

আগামীকাল পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। গ্রুপ এ-তে রয়েছে – ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

আসরে ভালো করতে হলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ব্যাটিং-বোলিং দুই দিকে আমাদের খুব ভালো করতে হবে। খুবই শক্ত একটা গ্রুপে বাংলাদেশ। প্রথম ম্যাচই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে। তাই সব মিলিয়েই ভালো খেলতে হবে। ব্যাটিংয়ের টপ-অর্ডার ভালো করলে বা বোলিংয়ে নির্দিষ্ট ধাপে ভালো করলে হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে হলে দলগত পারফরম্যান্স লাগবে।

সেমিফাইনালের সম্ভাব্য দল নিয়ে সুমন বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময় একটা সারপ্রাইজ নিয়ে আসে। বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমকটা বেশি থাকে। তবে দল হিসেবে যদি দেখি ভারত খুব শক্তিশালী, ভারসাম্যপূর্ণ। ভালো ফর্মে আছে তারা। যতগুলো দল আছে এর মধ্যে ভারতীয় দলটাই এগিয়ে থাকবে।

তিনি আরও বলেছেন, ইংল্যান্ড দলও শক্ত দাবিদার। যদিও ভারতের কাছে (সিরিজ) হেরেছে। তবে তারা ভালো দল। নিউ জিল্যান্ড এবার মনে হচ্ছে শক্তিশালী। কদিন আগে ত্রিদেশীয় সিরিজও জিতল তারা। পাকিস্তানও থাকবে দৌড়ে। যদিও আগের বিশ্বকাপ ভালো যায়নি। সব মিলিয়ে আমার মনে হয় লড়াইটা থাকবে ভারত, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। এই তিনটা দলের ভালো সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *