নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনের স্থানীয় নির্বাচনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই।

রোববার জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে। নতুন রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অবস্থান কেমন হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমাদের যে দল আসবে সেটার এজেন্ডাতে নিয়ে আসব।

তিনি বলেন, শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভ‚মিকা ছিল না। গত ১৫ বছরে নারীদের খুন, গুম, ধর্ষণ করা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, নারীদের অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে ৫ আগস্ট খুনি হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের সামনে এখনো লড়াই বাকি রয়েছে। আমরা বলছি, নির্বাচন যেমন হবে, তেমন আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হুমায়ারা নূর, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা আশরাফা খাতুন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সংগঠক নিজাম, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা সেজুতি হুসাইন, জিনিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *