হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

‘পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার বিকালে মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে। কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন।

তিনি অভিযোগ করে বলেন, আপনারা যখনই হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন কিন্তু কার্যত: এখনো হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে, সে ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করেন না।

জুয়েল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এদেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে। তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিশেষ জোর দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *