এবার নতুন পরিচয়ে ঢালিউডে বুবলীর আবির্ভাব

ঢাকাই সিনেমার এ মুহূর্তের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করছেন তিনি। এ নায়িকার অভিনয় ক্যারিয়ার প্রায় এক দশকের। শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসাবে আবির্ভাব।

একসঙ্গে অভিনয়, এরপর প্রেম এবং বিশেষ, শেষে বিচ্ছেদের স্বাদও নিয়েছেন শাকিবের সঙ্গে। সেই সংসারে রয়েছে এক পুত্রসন্তান। এদিকে অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার প্রযোজক হিসাবে কাজ শুরু করছেন বুবলী। প্রতিষ্ঠা করেছেন ‘বিগ প্রোডাকশনস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যার মূল নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’।

গত শনিবার এ প্রতিষ্ঠানের অফিসিয়াল ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। বুবলী নিশ্চিত করেছেন, আগামী ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। চলছে তার কার্যক্রম। শিগ্গির নাটকের গল্প, পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিংয়ে যাবেন। শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আগামী বছর তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন বুবলী। চলতি বছর সিনেমার জন্য গল্প, পরিচালক ও শিল্পী নির্বাচনসহ যাবতীয় কাজ শেষ করবেন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘পেশাগত ব্যস্ততার মধ্যে থেকেই প্রযোজনা সংস্থা নিয়ে যাত্রা শুরু করছি। এটাই আপাতত আমার কাছে গুরুত্বপূর্ণ। শিগ্গির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যে টিম নিয়ে কাজ শুরু করছি তাদের প্রত্যেকেরই স্বপ্নটা অনেক বড়, আমারও ঠিক তাই। একজন নায়িকা বা অভিনেত্রী হিসাবে আমি যেমন শতভাগ মনোযোগী, ঠিক তেমনটাই পাবেন সবাই আমার প্রযোজনায়ও। দৃষ্টান্তমূলক কাজই আমরা দর্শকের জন্য নির্মাণ করব।’

এদিকে অন্য বছরের মতো এবারও একাধিক সিনেমা নিয়ে ঈদে হাজির হবেন এ নায়িকা। ইতোমধ্যেই শেষ করেছেন সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘জংলি’ সিনেমার কাজ। এরই মধ্যে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এটি নির্মাণ করেছেন এম রাহিম।

এছাড়া ‘পিনিক’ সিনেমার পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, এটিও আসছে ঈদে মুক্তি পাবে। এ সিনেমার শুটিংও প্রায় শেষ, এখন চলছে ডাবিং এর কাজ। আজ ‘পিনিক’ সিনেমার ডাবিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ নায়িকা। এটি নির্মাণ করেছেন আলোক হাসান। এ দুই সিনেমা ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত প্রায় হাফ ডজন সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *