শিগগিরই শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান এ সিদ্ধান্ত জানিয়েছেন।

সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

মোখলেছ উর রহমান বলেন, ‘আগামী এক-দুদিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে।’

তিনি বলেন, যারা বঞ্চিত ও ভালো অফিসার তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত, ১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে।

মোখলেছ উর রহমান আরও বলেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে সরকার।

অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে। তবে সরকার এ বিষয়ে কারোর সঙ্গে অবিচার করা হবে না বলেও জানান সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *