বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: আবদুল হাই শিকদার

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। শুক্রবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ বইমেলায় ‘সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল লতিফ মাসুম।

যুগান্তর সম্পাদক বলেন, ‘জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব থেকে ভালো চয়েজ ছিল প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা। তা না হলে ভারত বাংলাদেশের ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করত। সব তার নামের ওপর দিয়ে চলে যাচ্ছে, আপনারা টের পাচ্ছেন না। ’

আবদুল হাই শিকদার বলেন, ‘এই মানুষটিকে (ড. ইউনূস) সুস্থিরতা দিতে হবে। তাকে শান্তিপূর্ণভাবে সমাধানের রাস্তা দিতে হবে। সংস্কারও করতে হবে, নির্বাচনও দিতে হবে। শান্তিপূর্ণভাবে সেগুলো করার জন্য তাকে সুস্থিরতা দিতে হবে। এটা দেশবাসীর কাছে আমার দরখাস্ত। মানুষটাকে ডিস্টার্ব করলে আমাদের জাতিরও ডিস্টার্ব হবে। ভারত ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছিন্নভিন্ন করে দেবে। শুধু ড. ইউনূস সাহেবের দাপটের কাছে মোদি মিয়া পুসি বিড়ালের মতো মিউ মিউ করছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘বাংলা সাহিত্যের নজরুল’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন আবদুল হাই শিকদার। সেমিনারে তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় কবি কাজী নজরুল ইসলাম দারুণভাবে উপেক্ষিত। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কমপক্ষে ১০০ মার্কস সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। ২৪’র জুলাই বিপ্লবের পরতে পরতে ছিল নজরুলের উপস্থিতি। নজরুলকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ইলিয়াস প্রামাণিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *