অবশেষে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন। নিজের ফেসবুক ফ্যান পেজে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন অভিনেত্রী। জানান, তার নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইকিং করেও নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফেসবুক এই পোস্ট করলে তা অনুরাগীরা শেয়ার করতে থাকেন। যে যার মত খোঁজ করতে থাকেন হিমির নানাকে। অবশেষে খোঁজ মিলেছে মিমির নানার। সোমবার মধ্যরাতে সামাজিকমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে।

এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’

সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।

এর আগে অভিনেত্রী জানান, সোমবার সকালে মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে যান। তখন ফেসবুকে হিমি লিখেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।

ফেসবুকে খবরটি জানার পর অনেকে সেটি শেয়ার করেন। হিমি বলেন, সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন হিমি। এরই মধ্যে নাটক আর বিজ্ঞাপনচিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এখন ইউটিউবে অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি হয়ে একের পর এক নাটকে অভিনয় করছেন। তাদের প্রায় অর্ধশত নাটক মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *