লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

নিবন্ধন পুনর্বহালসহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের ব্যানারে মিছিলটি চকবাজার এলাকা থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর চত্ত্বর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম সুমন প্রমুখ।

বক্তব্যে জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা পতনের পর দেশবাসী আশা করেছে, যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তারা মুক্তি পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামসহ অনেককেই মুক্তি দেওয়া হয়নি। কেউ মুক্তি পাবে কেউ পাবে না, এ তামাশা দেখে জাতি আজ বিস্মিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *