দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

ঢাকা মহানগর যুবদলের কর্মসূচির ব্যানারে নিজের ছবি ব্যবহার করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে। যুবদেলর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে সাজ্জাদুল মিরাজের উদ্দেশ্যে বলা হয়, দলীয় কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যতিত অন্য কারো ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন করা বা নিয়ে আসার ক্ষেত্রে ইতোপূর্বেই দল থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া ছিল। দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি; এমনকি আরও এক ধাপ এগিয়ে আপনার ছবি দিয়ে গতকাল (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর যুবদলের কর্মসূচির মূল ব্যানার করা হয়েছিল। মহানগর যুবদলের সদস্য সচিবের মতো দায়িত্বে থেকেও আপনার উপস্থিতি ও জ্ঞাতসারে সংগঠনের নিয়ম বহির্ভূত এ ধরনের কার্যক্রম আপনার দলীয় অবস্থান ও দায়িত্বশীলতার জায়গা থেকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্যও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *